মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়টি ৮২২ শতাংশ জমির উপর স্থাপিত। বিদ্যালয়টিতে তিনটি একতলা ভবন এবং একটি তিন তলা ভবন আছে। এ ছাড়া পর্যাপ্ত ছাত্রী আবাসন, শৌচাগার, পানীয় জল, খেলার মাঠ, সাতঁরানোর/স্নানের পুকুর আছে।
দেশ স্বাধীনের পরপরই নারী শিক্ষার জন্য ০১/০১/১৯৭২ইং সনে এলাকার লোকজনের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর ও প্রাকৃতিক মনোরম পরিবেশে মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়টি মহাকবি কায়কোবাদের নামে কবির নিজ গ্রামে বিশিষ্ট মুক্তি যোদ্ধা ও প্রাক্তন গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান শাখা চালু ছিল। বর্তমানে ব্যবসায় শিক্ষা শাখাটিও চালু আছে। ২০০২সনে বিদ্যালয়টি জাতীয় পরস্কার লাভ করে।
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | আবু মোহম্মদ সুবিদ আলী | সভাপতি |
|
০২ | হরেকৃষ্ণ সাহা | দাতা সদস্য |
|
০৩ | মোঃ আবেদ হোসেন | কো-অপ্ট সদস্য |
|
০৪ | নির্মলেন্দু সরকার | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৫ | মোঃ মনির হোসেন | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৬ | শফিউদ্দিন আহমেদ | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৭ | সুনীল সরকার | সাধারণ অভিভাবক সদস্য |
|
০৮ | আশুরা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
|
০৯ | মুহাম্মদ ইব্রাহীম | শিক্ষক প্রতিনিধি সদস্য |
|
১০ | মোঃ ওয়াহেদ খান | শিক্ষক প্রতিনিধি সদস্য |
|
১১ | পুষ্প রাণী মন্ডল | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য |
|
১২ | বদরউদ্দীন আহমেদ | প্রধান শিক্ষক ও সম্পাদক |
|
সন | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
জেএসসি | --- | ৫৭.১৪% | ৭৭.৯৪% | ৫৪.৮৯% | --- |
এসএসসি | ৮৪.৬২% | ৬০.০০% | ৯০.৬৩ % | ৭৮.৫৭% | ৮৯.৬৬% |
সেই ১৯৭২ সনে মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে পল্লী গ্রাম অঞ্চলের নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করিয়া আসিতেছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল দেখলে বুঝা যায় নবাবগঞ্জ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি বিশেষ স্থান দখল করিয়া আছে। এখানে উল্লেখ্য বিদ্যালয়টি ২০০২ সনের জাতীয় পুরস্কার লাভ করে। প্রায় প্রতি বছরই বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পেয়ে থাকে।
ভবিষ্যতে বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার পরিকল্পআ আছে।।
ঢাকা- বান্দরা সড়কে বাস যোগে আগলা পোষ্ট অফিসে নামতে হয়।
মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়,
ডাকঘর - আগলা, উপজেলা - নবাবগঞ্জ, জেলা - ঢাকা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস