শিকারীপাড়া টি.কে.এম. উচ্চ বিদ্যালয় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদীর তীরের এক ছায়া ঢাকা, পাখির কলকালিতে মুখরিত শিকারীপাড়া গ্রামে অবস্থিত। ০৪ (চার) একর জমির উপর অবস্থিত বিদ্যালয়টিতে রয়েছে তিনটি দ্বিতল ভবন ।
শিকারীপাড়া টি.কে.এম. উচ্চ বিদ্যালয় যার পূর্ণ নাম শিকারীপাড়া তারাশংকর-কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় । বিদ্যালয়টি ১৯৩২ সালের ০১ এপ্রিল প্রয়াত জ্ঞানেন্দ্র কুমার বালো মজুমদারের সুদীর্ঘ ও অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। ১৯০৫ সনে জীর্ণ ছনের ঘরে বরিশাল থেকে আগত বিদ্যোৎসাহী কানুনগো মরহুম সাদৎ আলী খান যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিলেন , শ্রী জ্ঞানেন্দ্র কুমার বালো মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে সেখানে ১৯১৩ সালে মাইনর এবং ১৯৩২ সালে উচচ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৩৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার অনুমতি লাভ করে। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় মন্মথ চৌধুরী । বিদ্যালয় ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র মরহুম কাজী আক্কাছ উদ্দিন ও তার সহধর্মীনি মরহুমা বেগম রিজিয়া আক্কাছ উদ্দিন তাঁদের সমস্ত সম্পত্তি বিদ্যালয়ে দান করে গেছেন। বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ১ম | ১৫ জন | ০৫ জন | ২০ জন |
০২ | ২য় | ৩৩ জন | ২১ জন | ৫৪ জন |
০৩ | ৩য় | ৪২ জন | ৩৩ জন | ৭৫ জন |
০৪ | ৪র্থ | ৫৬ জন | ৫০ জন | ১০৬ জন |
০৫ | ৫ম | ৪০ জন | ৫০ জন | ৯০ জন |
০৬ | ৬ষ্ঠ | ১১৩ জন | ১৫১ জন | ২৬৪ জন |
০৭ | ৭ম | ৯৫ জন | ১০৪ জন | ১৯৯ জন |
০৮ | ৮ম | ৭৫ জন | ১৫২ জন | ২২৭ জন |
০৯ | ৯ম | ৮৬ জন | ৫৬ জন | ১৪২ জন |
১০ | ১০ম | ৭৬ জন | ৭০ জন | ১৪৬ জন |
ক্রমিক নং | সদস্যবৃন্দের নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | জনাব আবুল কাশেম মিয়া | সভাপতি | ০১৮১১২৪৩৯১১ |
০২ | জনাব আলীমোর রহমান খান | সহ-সভাপতি | ০১৮১৮০৩৯৯৪১ |
০৩ | জনাব আবুল কালাম আজাদ খান | অভিভাবক সদস্যাবদ | ০১৮১৭৫৩৬৭৬৫ |
০৪ | মোঃ আব্দুল কাদের | অভিভাবক সদস্য | ০১৭২০০৫৮৭০৬ |
০৫ | মোঃ কামাল মোস্তফা | অভিভাবক সদস্য | ০১৮১৫০৮৮৭২৮ |
০৬ | মোঃ আব্দুল কাদের | শিক্ষানুরাগী সদস্য | ০১৭১১৫২৯৪০৯ |
০৭ | অচিন্ত্য কুমার ভট্টাচার্য | শিক্ষক প্রতিনিধি | ০১৭২০৫৩১৯০২ |
০৮ | মোঃ জোয়াব আলী মিঞা | সদস্য সচিব | ০১৭২০৩৯৭৪৯০ |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
| প্রাথমিক সমাপনী | - | - | ৭০.১১% | ৬৬.৬৬% | ১০০% |
| জে.এস.সি | - | - | - | ৬৫.৭৩% | ৭৩.৭৭% |
| এস.এস.সি | ৭৬.৪০% | ৮৩% | ৮২% | ৭৬.৪৭% | ৯২% |
| এস.এস.সি (ভোকেশনাল ) | - | - | - | - | - |
| এইচ.এস.সি | - | - | - | - | - |
বিদ্যালয়টি ১৯৩৬সালে প্রথম প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৩৭ সালে ১০০% শিক্ষার্থী কৃতকার্য হয়। ১৯৩৮ সালে জনাব কাজী আক্কাছ উদ্দিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণীর বৃত্তি লাভ করেন। ১৯৩৯ সালে জনাব জয়নাল আবেদীন প্রথম শ্রেণীর বৃত্তি লাভ করেন। এরপর বেশ কয়েকবার বিদ্যালয়টি থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ন হয়। ১৯৭২সালে জনাব আশিকুর রহমান রহমান ঢাকা বোর্ড থেকে এস.এস.সি. পরীক্ষায় ৭ম স্থান অধিকার করে বিদ্যালয়কে গৌরবান্বিত করেন। বিদ্যালয়ের খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগীতায় কৃতিত্বপূর্ণ ফলাফল রয়েছে। প্রতিবছর প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভ করে থাকে। এই বিদ্যালয়ের বহু কৃতি শিক্ষার্থী আজ দেশ ও জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকাবাসী ও শিক্ষকবৃন্দের ঐকান্তিক চেষ্ঠায় অগ্রগতির পথে এগিয়ে চলছে। ভবিষ্যতে ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নকরতঃ বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর বিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
শিকারীপাড়া টি.কে.এম উচ্চ বিদ্যালয় (EIIN-108299)
গ্রাম ঃ শিকারীপাড়া , ডাকঘরঃ শিকারীপাড়া
উপজেলাঃ নবারগঞ্জ, জেলাঃ ঢাকা
ফোনঃ ০১৭২০৩৯৭৪৯০
E-mail:sp_tkmhighschool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস