পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়টি নবাবগঞ্জ উপজেলাধীন শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামে অবস্থিত।
১৯৯৬ সনে ১ জানুয়ারী ২৭০ জন ছাত্র/ ছাত্রী নিয়ে গ্রামবাসীর ঐকামিত্মক চেষ্টায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি তার শিক্ষাকার্যক্রম শুরুকরে। নবাবগঞ্জ উপজেলা প্রামত্ম এলাকায় কালিগঙ্গা নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে গ্রামের প্রায় মধ্যভাগে পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের নিরলশ প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি তিল তিল করে আজকের এ অবস্থানে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্র বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাশাখা চালু আছে।
ক্রমিক নং | নাম | পদবী |
আলহাজ্ব কে.এম শহীদুলস্নাহ্ | সভাপতি | |
এস.এম কুদ্দুস আলী | প্রতিষ্ঠাতা সদস্য | |
এম এ হামিদ লাবু | দাতা সদস্য | |
এ্যাড. মো: মোজাহার আলী | কো-অপ্ট সদস্য | |
মো: শরীফ ফকির | অভিভাবক সদস্য | |
মো: আবুল বাশার | অভিভাবক সদস্য | |
মো: আমির হোসেন | অভিভাবক সদস্য | |
মো: শহীদুল ইসলাম | অভিভাবক সদস্য | |
রেখা বেগম | মহিলা (সংরক্ষিত) অভিভাবক সদস্য | |
রফিক মোলস্না | শিক্ষকপ্রতিনিধি | |
ছাঈদুর রহমান | শিক্ষকপ্রতিনিধি | |
বেলা নাজনীন | মহিলা (সংরক্ষিত) শিক্ষকপ্রতিনিধি | |
মো: হাবিবুর রহমান | সদস্য সচিব |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
জে এস সি |
|
|
| ৬২.৩৫% | ৭৬.৬২% | |
এস এস সি | ৫৬.৮৬% | ৮৯.০৮% | ৭০.৩১% | ৭৮.০২% | ৮৩.০৯% |
১৯৯৬ সনে নিভৃত পলস্নীর মনোরম প্রাকৃতিক পরিবেশে গ্রামবাসীর ঐকামিত্মক প্রচেষ্ঠায় হাতে গোনা গুটিকয়েক শিক্ষার্থীনিয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর জুনিয়র মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষায়কৃতিত্বপূর্ণ ফলাফল এর মধ্যে দিয়ে বর্তমানে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি বিশেষ স্থান দখল করতে সক্ষমহয়েছে। এই বিদ্যালয়ের বহু কৃতি শিক্ষার্থীআজ দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো ও শিখন শিখানো কলা কৌশল উন্নয়নকর ও উপজেলায় বিদ্যালয়ের অবস্থান এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যতে এ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের একমাত্র পরিকল্পনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস