১৯৩২ খ্রীষ্টাব্দে আর.এন.ডি.এম সিস্টারগণ হাসনাবাদ মিশনে আসেন এবং নারী শিক্ষার গুরুত্ব অনুভব করে অত্র এলাকার নারীদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব নেন। পরবর্তীতে সিস্টারদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় ইছামতি নদীর তীরে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে শুরুতে প্রাথমিক এবং ধীরে ধীরে ১৯৬৪ খ্রীষ্টাব্দে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে ‘সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ৬ষ্ঠ | -- | ২৯৫ জন | ১১১৯ জন |
০২ | ৭ম | -- | ১৮৭ জন | |
০৩ | ৮ম | -- | ২০৬ জন | |
০৪ | ৯ম | -- | ১৯১ জন | |
০৫ | ১০ম | -- | ২৪০ জন |
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নং |
০১ | রেভাঃ ফাঃ খোকন ভিনসেন্ট গমেজ | সভাপতি | ০১৭১২১৫৩৮৩৯ |
০২ | জনাব হাবিবুর রহমান খান পান্নু | অভিভাবক সদস্য | ০১৮১৯৪২৩৭৫৮ |
০৩ | ডঃ শ্যামলাল পাল | অভিভাবক সদস্য | ০১৭১১৭০৬৩৭১ |
০৪ | সুজানা রাণী গমেজ | মহিলা সদস্য | ০১৭১৬৩৩৯৪১৪ |
০৫ | ম্যানুয়েল অসিত গমেজ | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৪৪০৭৭৫৮ |
০৬ | রিপন কুমার শীল | শিক্ষক প্রতিনিধি | ০১৮১৯৪৫৫৪২৮ |
০৭ | সি. মাগ্রেট গমেজ | প্রধান শিক্ষিকা ও সদস্য সচিব | ০১৮২৪৭০৭৯০২ |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
০১ | প্রাথমিক সমাপনী | -- | -- | -- | -- | -- |
০২ | জে.এস.সি | -- | -- | -- | ৮০.৪৭% | ৯১% |
০৩ | এস.এস.সি | ৭৯.৩৮% | ৯৪.৫২% | ৮৯% | ৮৮% | ৯৪% |
০৪ | ভোকেশনাল | -- | -- | -- | -- | -- |
০৫ | এইচ.এস.সি | -- | -- | -- | -- | -- |
প্রতিষ্ঠালগ্ন হতে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি হচ্ছে। ছাত্রী সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং অত্র এলাকায় নারী শিক্ষায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন পরীক্ষার ফলাফল সন্তোষজনক। ছাত্রীদের শুধু পূথিগত শিক্ষাই নয়, পাশাপাশি আধ্যাত্নিক, নৈতিকমূল্যবোধ এবং সহপাঠ্যক্রমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো বিভিন্ন সরকারী-বেসরকারী এবং স্থানীয় জনগণের সহায়তায় যথেষ্ঠ উন্নত হয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি মহিলা কলেজে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।
প্রধান শিক্ষিকা
সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয়
গ্রামঃ হাসনাবাদ, ডাকঘরঃ হাসনাবাদ, উপজেলাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা
E-mail Add: steuphrasies@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস