গ্রাম-বকচর, ডাকঘর- দাউদপুর, উপজেলা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা-১৩২২।
০২/০১/১৯৯৬ ইং সনে ৭০ জন ছত্র ছাত্রী নিয়ে গ্রামবাসীর ঐকামিত্মক চেষ্টায় প্রতিষ্ঠানটি বকচর ও তুইতাল মৌজার মধ্যভাগে ঐতিহ্যবাহী বৈরাগী বাড়ীর বৈশাখী মেলার মাঠ ঘেঁষে ইছামতি নদীর পাড়ে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে মফস্বল এলাকায় ‘‘বকচর তুইতাল উচচ বিদ্যালয়’’ নামে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, প্রবাসী, দিনমজুর ও সর্ব সাধারনের যথেষ্ঠ ভূমিকা ছিল।
ক্রমিক নং | নাম | পদবী |
ডা: এ.টি.এম আব্দুল হান্নান | সভাপতি | |
জনাব, স্বপন কুমার শীল | শিক্ষকপ্রতিনিধি | |
জনাব, সদানন্দ সরকার | শিক্ষকপ্রতিনিধি | |
জনাব, মঞ্জুরানী মৃধা | সংরক্ষিতমহিলা শিক্ষকপ্রতিনিধি | |
জনাব, আঃ ওহাব মন্ডল | অভিভাবক সদস্য | |
জনাব, সৈয়দ ইফতেখার হোসেন | অভিভাবক সদস্য | |
জনাব, রফিকুল ইসলাম ভূইয়া | অভিভাবক সদস্য | |
জনাব, কাশিনাথ মনি দাস | অভিভাবক সদস্য | |
জনাব, রেশমা আক্তার | সংরক্ষিতমহিলা অভিভাবক সদস্য | |
জনাব, মো: আনোয়ার হোসেন | প্রতিষ্ঠাতা সদস্য | |
জনাব, মো: রফিক উদ্দিন বিশ্বাস | দাতা সদস্য | |
জনাব, মো: সিরাজুল ইসলাম | কো-অপ্ট সদস্য | |
প্রধান শিক্ষক, বকচর তুইতাল উচ্চ বিদ্যালয় | সদস্য সচিব |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
জে এস সি |
|
|
| ৩৫.৭১% | ৭৪.০৭% | |
এস এস সি |
|
|
|
| ৬৮.৭৫% |
সেই ১৯৯৬ইং সনে অজপাড় গাঁয়ে মনোরম পরিবেশে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্ঠায় হাতে গোনা কয়েকজন ছাত্র ছাত্রী নিয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মেধা বিকাশে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাবলিক পরীক্ষায়ভাল ফলাফল লাভ।
ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো ও শিখন শিখানো কলা কৌশল উন্নয়নকর ও উপজেলায় বিদ্যালয়ের অবস্থান এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস