০১-০১-১৯৪৫ খ্রিষ্টব্দে নবাবগঞ্জ উপজেলার শোলস্না ইউনিয়নে খতিয়া গ্রামে মূল রাসত্মার পার্শেব মনোরম পরিবেশে শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব বাবু নলিনী মোহন ঘোষের ঐকামিত্মক প্রচেষ্টায় গ্রামবাসীর সহায়তায় মাত্র ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে শোলস্না বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫৫ সালে শোলস্না বহুমুখী উচ্চ বিদ্যালয় মানবিক বিজ্ঞান ও বানিজ্য শাখা পেয়ে ‘‘শোলস্না বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে স্বীকৃতি লাভ করে। শিক্ষারক্ষেত্রেবিশেষ অবদান রাখার কারণে এলাকা বাসীর দাবীর প্রেক্ষিতেএখানে ১৯৯৫ সনে একাদশ ও দ্বাদশ শ্রেণী খুলে কলেজ শাখা সংযোজন করা হয়। কলেজ শাখা সংযোজন হওয়ায় ২০০১ সালে বিদ্যালয়টি শোলস্না উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।
ক্রমিক নং | গভর্ণিং বডির সদস্যদের নাম | পদবী | মোবাইল নম্বর |
১ | জনাব আলহাজ্ব মাহবুবুর রহমান (তারা মিয়া) | সভাপতি | ০১১৯৯৮৫৭৬৬৪ |
২ | বাবু হিমাংশু কুমার চক্রবর্তী | প্রতিষ্ঠাতা সদস্য | ০১৭১৮৩৬৭২৩৮ |
৩ | জনাব মাহবুবুর রহমান | দাতা সদস্য | ০১১৯৯৮৫৭৬৬৪ |
৪ | জনাব মোঃ নুরম্নল ইসলাম ইউসুফ | অভিবাবক সদস্য (স্কুল) | ০১৭১৩৫০৭৮৩৩ |
৫ | জনাব মোঃ মরতুজ আলী | অভিবাবক সদস্য (স্কুল) | ০১৭১৮৬৭৫৭৯৭ |
৬ | জনাব মোঃ নাসির উদ্দিন | অভিবাবক সদস্য (কলেজ) | ০১১৯৯০০৫৩৪৪ |
৭ | ডাঃ নুরম্নল আমীন সিদ্দিকী | অভিবাবক সদস্য (কলেজ) | ০১৭২০৩৯৯২৫৮ |
৮ | জনাব ঝর্না আক্তার | অভিবাবক সদস্য( সংরক্ষিত মহিলা আসন) | ০১৭৩২২০৯০০৪ |
৯ | বাবু যাদব চন্দ্র মন্ডল | শিক্ষকপ্রতিনিধি (স্কুল) | ০১৮১৫৬৮৭৬৩৮ |
১০ | জনাব মোঃ কহিনুর ইসলাম | শিক্ষকপ্রতিনিধি ( কলেজ) | ০১৯২৪৯২৭২৯২ |
১১ | জনাব লাভলী খাতুন | শিক্ষকপ্রতিনিধি (সংরক্ষিতমহিলা আসন) | ০১৭১৪২১৫২২৩ |
১২ | অধ্যক্ষ, শোলস্না উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | সদস্য সচিব | ০১৯২২৯৩৩৮২০ |
ক্রমিক নং
| পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
০১ | জে,এস, সি | ------ | --------- | ---------- | ৭০% | ৭৮% |
০২ | এস , এস ,সি | ৫৯% | ৯৭% | ৭৬% | ৮২% | ৮৫% |
০৩ | এইচ, এস, সি | ৮৫% | ৮১% | ৫৪% | ৭৯.১৩% | ৭৫% |
এই বিদ্যালয়টি শিক্ষাবিতরণের মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা তৈরী করে নাবাবগঞ্জ উপজেলায় বিশেষ স্থান দখল করে আছে। বর্তমানে এখানে কম্পিউটার বিভাগ খোলা হয়েছে। ইন্টারনেট চালু আছে।
আধুনিক শিক্ষামান বৃদ্ধির জন্য কলেজ শাখায় বিজ্ঞান বিভাগ চালু করা এবং কলেজ শাখাকে সণাতক পর্যায়ে উন্নীত করা। সুনাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস