সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়টি নবাবগঞ্জ উপজেলাধীন নয়নশ্রী ইউনিয়নের বড়গোল্লা গ্রামে অবস্থিত।
১৯৬৯ খ্রীষ্টাব্দে অত্র এলাকার কিছু সামাজ সচেতন ও বিদ্যানুরাগী সম্মানিত ব্যাক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকায় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে খ্রীষ্টান মিশনারী সিস্টারদের (আর.এন.ডি.এম. সম্প্রদায়) তত্ত্বাবধানে ঢাকা মহানগর থেকে মাত্র ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড়গোল্লা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগে ৩০৬ জন ছাত্রী অধ্যায়নরত রয়েছে।
ক্রমিক নং | কমিটি সদস্যদের নাম | পদবী | মোবাইল নম্বর |
১) | রেভাঃ ফাদার এ. জ্যোতি গমেজ | সভাপতি | ০১৮১৪৩৯৯১৯৭ |
২) | সিস্টার অসীমা রিবেরু | সম্পাদিকা | ০১৭২০২৯৫০৪৭ |
৩) | মিসেস ঝর্ণা রানী মন্ডল | শিক্ষক প্রতিনিধি | ০১৯২৪০৯১৮৪৫ |
৪) | মিসেস লিলিয়ান ক্যাথরিন গমেজ | শিক্ষক প্রতিনিধি | ০১৭৩৩৯৮৭২৮২ |
৫) | মিঃ নরেশ সরকার | অভিভাবক প্রতিনিধি | ০১৭২৫৯৪৭৫০৫ |
৬) | মিসেস শিশিলিয়া সুজাতা গমেজ | অভিভাবক প্রতিনিধি | ০১৮১৭০৫৯৯৭৫ |
৭) | মিঃ জর্জ রড্রিক | অভিভাবক প্রতিনিধি | ০১৮১৫৪২৫১৫১ |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১) | জে.এস.সি. |
|
|
| ৬২.১২% | ৯৬.৩৯% |
২) | এস.এস.সি. | ৬৮.৬৩% | ৮৩.৩৩% | ৭৮.২৬% | ৮৫.১১% | ৮২% |
১৯৬৯ খ্রীষ্টাব্দ অর্থাৎ বিদ্যালয়ের সৃষ্টিলগ্ন থেকে অত্র এলাকার কিছূ বিদ্যানুরাগী ও সুদূর প্রসারী চিন্তাশীল সমাজসেবী ব্যাক্তিবর্গ ও সমাজে শিক্ষা তথা নারী শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রান আর.এন.ডি.এম. সিস্টারদের ঐকান্তিক সাধনার ফসল আমাদের এই প্রিয় বিদ্যাপিঠ সেন্ট থেক্লাস বালিকা উচ্চ বিদ্যালয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বিদ্যালয় ভবনটি আজ নিজস্ব জমিতে কাচা থেকে দ্বিতল পাকা ভবনে রূপ নিয়েছে। দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠ দানের ফলে প্রতিবছর পাবলিক পরীক্ষাগুলোতে বিদ্যালয় থেকে অংশগ্রহনকারী ছাত্রীবৃন্দ বিশেষ কৃতিত্বপূর্ন অবদান রাখছে। শুধু তাই নয়, শিক্ষার পাশাপাশি অত্র বিদ্যালয আন্তঃবিদ্যালয়, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রেও বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। তাই যাদের নিবেদিত প্রানের ফসল এই বিদ্যাপিঠ তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
সেন্ট থেক্লাস বালিকা উচ্চ বিদ্যালয় ভবষ্যিতে বিদ্যালয়ে ভৌত-অবকাঠামোর উন্নয়ন সহ আধুনিক শিক্ষন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উপজেলায় নারী শিক্ষা বিস্তারে একটি আদর্শ ও অনুকরনীয বিদ্যাপিঠ গঠনের স্বপ্ন দেখে। সেই সাথে সমাজ থেকে কুসংস্কার দূর করে নারী অধিকার আদায়ের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ‘‘রূপকল্প বাংলাদেশ’’ গঠনে পুরুষের পাশাপাশি নারীরা ও যেন সমান অবদান রেখে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, ঢাকা মহানগর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত সবুজে ঘেরা আমাদের প্রিয় বিদ্যাপিঠ সেন্ট থেক্লাস বালিকা উচ্চ বিদ্যালয়।
সেন্ট থেক্লাস বালিকা উচ্চ বিদ্যালয়
গ্রামঃ বড়গোল্লা, পোঃঅঃ গোবিন্দপুর
উপজেলাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা।
ই.মেইল:sttheclas@yahoo.com
যাতায়াতঃ ঢাকা মহানগরের গুলিস্থান বাসস্টন্ড থেকে ঢাকা টু বান্দুরার বাসের মাধ্যমে বান্দুররা সাবস্টন্ডে নেমে ইছামতি নদী পাড় হয়ে অত্র বিদ্যালয়ে ২ ঘন্টার মধ্যে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস