ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী কলাকোপা গ্রামে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ইছামতি নদীর দক্ষিণ তীরে বিদ্যালয়টি অবস্থিত।
ঐতিহ্যবাহী কলাকোপা গ্রামের প্রয়াত জমিদার হরেকৃষ্ণ রায়ের সুযোগ্য পুত্র প্রয়াত যোগেন্দ্র নারায়ন রায় মহাশয় এলাকায় শিক্ষার উন্নয়নের প্রয়োজনীয়তা অনুধাবন করে একটি বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করেন। তাঁর অকাল মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র বীরেন্দ্র নারায়ন রায় ১৯৪০ সালে মাত্র ০৫ (পাঁচ) জন শিক্ষার্থী নিয়ে একটি টিনের চৌচালা ঘরে বিদ্যালয়টি প্রতিষ্ঠ করেন। প্রতিষ্ঠাতা বীরেন্দ্র নারায়ন রায়ের পিতামহ হরেকৃষ্ণ রায় ও তাঁর মাতা কুসুমকলি রায়ের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়।
ক্রমিক | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১. | ১ম | ৪২ | ৫৫ | ৯৭ |
২. | ২য় | ৪৮ | ৩০ | ৭৮ |
৩. | ৩য় | ৪৭ | ৪৪ | ৯১ |
৪. | ৪র্থ | ৪২ | ৩৯ | ৮১ |
৫. | ৫ম | ৪০ | ৩৬ | ৭৬ |
৬. | ৬ষ্ঠ | ৫১ | ৬৪ | ১১৫ |
৭. | ৭ম | ৪৭ | ৪৬ | ৯৩ |
৮. | ৮ম | ২৪ | ৩৭ | ৬১ |
৯. | ৯ম | ৩৫ | ৩৯ | ৭৪ |
১০. | ১০ম | ২৮ | ৩৩ | ৬১ |
মোট= | ৮২৭ |
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
1. | এডভোকেট মল্লিক সফিউদ্দিন আহমেদ | সভাপতি | ০১৯২৫৭৯০৭০৫ |
2. | হাজী মো: শোয়ায়েব মিয়া | কো-অপ্ট সদস্য | ০১৮১৯০৮৯৮২৬ |
3. | মো: সইজদ্দিন বেপারী | অভিভাবক সদস্য | ০১৮১৮০৬২৩০৫ |
4. | আবুল বাসার | অভিভাবক সদস্য | ০১৮১৪৮০৪৬২২ |
5. | সাঈদ আহম্মেদ | অভিভাবক সদস্য | ০১৮১৯০১৩৬৫০ |
6. | সুলতান মাহমুদ | অভিভাবক সদস্য | ০১৯৩০৬০৭৫৩২ |
7. | নাজমা হোসেন | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | ০১৮১৩৭০৮৭০৭ |
8. | এম, আলীনূর আহম্মেদ | শিক্ষক প্রতিনিধি | ০১৮১৩২৭৬৯৪৩ |
9. | মহিউদ্দিন আহম্মেদ | শিক্ষক প্রতিনিধি | ০১৮১১১৭৭৪৪১ |
10. | রীনা সুলতানা | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৮১৮৭৫৪৩৬০ |
11. | বলরাম বিশ্বাস | ভারপ্রাপ্ত প্র: শি:/ সম্পাদক | ০১৭১৫৯৬১৫৪৯ |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
1. | প্রাথমিক শিক্ষা সমাপনী | - | - | ৮৪.৭৮ | ৮১.২৫ | ৯৮.৭৭ |
2. | জে,এস,সি | - | - | - | ৫৯.৩২ | ৬৮.২৫ |
3. | এস,এস,সি | ৬৩.৮২ | ৮৯.১৩ | ৮২.৯৭ | ৮৫.৭১ | ৯৫.৮৩ |
4. | এস,এস,সি (ভোকেশনাল) | - | - | - | - | - |
5. | এইচ,এস,সি | - | - | - | - | - |
বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকায় শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রতি বছরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভ করে আসছে। এছাড়া খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমেও বিদ্যালয়টি প্রশংসার দাবী রাখে। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন সরকারী উচ্চ পদে সমাসীন হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
ভবিষ্যতে বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু করে একটি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র পরিকল্পনা।
ঢাকার গুলিস্তান গোলাপশাহ্ মাজার থেকে ঢাকা-বান্দুরা রোডে বাস যোগে নবাবগঞ্জ উপজেলা সদর বাসস্ট্যান্ডে নেমে রিক্সা অথবা ইজি বাইকে বিদ্যালয়ে পৌঁছানো যায়।
হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়
| (স্থাপিত- ১৯৪০ ইং) কলাকোপা, ডাকঘরঃ নবাবগঞ্জ, উপজেলাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা। | স্কুল কোড- ১৬৭০ থানা কোড- ১৩০ জেলা কোড- ১২ EIIN- 108297 ই-মেইল:hkhschool@ymail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস