নিভৃত পল্লীর মনোরম পরিবেশে রাজধানী ঢাকার সন্নিকটে নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত পাঠানকান্দা, কোমরগঞ্জ, বর্দ্ধনপাড়া এই তিনটি বৃহৎ গ্রামের নাম অনুসারে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ‘পি,কে,বি, উচ্চ বিদ্যালয়’ এর নামকরণ করা হয়েছে। পাঠানকান্দার বিশিষ্ট সমাজ সেবক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য ও বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব মরহুম মোঃ ইসমাইল বেপারীর পৌত্র, মরহুম মোঃ কালু মিয়া ও আলহাজ্ব জয়নব বেগম এর জ্যেষ্ঠ পুত্র, এই জনপদের বিশিষ্ট শিক্ষানুরাগী, জনহিতৈষী, নবাবগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল বাতেন মিয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৯৯৮ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। যা আজ নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
০১. | ডাঃ জোনায়েত বাতেন | সভাপতি | ০১৭৩৫-৯৪১৮৯০ |
০২. | জনাব আব্দুল বাতেন মিয়া | প্রতিষ্ঠাতা সদস্য | ০১৮১৯-২২৬১৪১ |
০৩. | জনাব জালাল উদ্দিন মোল্লা | কো-অপ্ট সদস্য | ০১৮১৮-০৭০২৯৭ |
০৪. | মিসেস রোকেয়া বাতেন | দাতা সদস্য |
|
০৫. | জনাব হুমায়ূন কবির | অভিভাবক সদস্য | ০১৮১৭-০৯৭৩৩৩ |
০৬. | জনাব শামসুল ইসলাম | অভিভাবক সদস্য | ০১৮১৫-৪৯২৪৫৩ |
০৭. | জনাব নুর ইসলাম | অভিভাবক সদস্য | ০১৮১৯-৪৩৩৪৩৬ |
০৮. | জনাব রায়হান শিকদার | অভিভাবক সদস্য | ০১৮১৪-৮৪৬০৩২ |
০৯. | চামেলী বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
|
১০. | জনাব মোঃ দেলোয়ার হোসেন | শিক্ষক প্রতিনিধি | ০১৯২০-৮৭৬৮৭১ |
১১. | জনাব সম্ভু কুমার সরকার | শিক্ষক প্রতিনিধি | ০১৮১৮-৫১৫৭৪৮ |
১২. | খাদিজা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৯২৪-৭৫৭৫৬৫ |
১৩. | অজিত কুমার সাহা | সদস্য সচিব | ০১৮১৯-৭২৭৮১১ |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১ | প্রাথমিক সমাপনী | - | - | - | - | - |
২ | জেএসসি | - | - | - | ৬২% | ৮৪.৪০% |
৩ | এসএসসি | ৯১.৬৬% | ৯১.৬৭% | ৭৮.৩৮% | ১০০% | ১০০% |
৪ | এসএসসি (ভোকেশনাল) | - | - | - | - | - |
৫ | এইচএসসি | - | - | - | - | - |
সেই ১৯৯৮ সনে নিভৃত পল্লীর মনোরম পরিবেশে এই জনপদের বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাতেন মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ও গ্রামবাসীর সহযোগিতায় অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর জুনিয়র ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল এর মধ্যদিয়ে বর্তমান নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে । ২০০৫ সালে প্রথম বিদ্যালয় নামে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলার মধ্যে পাশের হারে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়। তার ধারাবাহিকতায় ২০১০ ও ২০১১ সালেও পাশের হার শতকরা ১০০% পাশ করে প্রথম স্থান অটুট রাখতে সক্ষম হয়। অত্র বিদ্যালয়ের বহু কৃতি শিক্ষার্থী আজ দেশ ও জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করছে। বর্তমান প্রতিষ্টানের ভৌতিক অবকাঠামো কিছুটা ঘাটতি থাকলেও যতটুকু আছে তা দৃষ্টিনন্দন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো ও শিখন-শিখানো কলাকৌশল আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করাই আমাদের পরিকল্পনা রয়েছে।
পি.কে.বি উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃ বর্দ্ধনপাড়া,
থানাঃ নবাবগঞ্জ,
জেলাঃ ঢাকা।
মোবাইলঃ ০১৮১৯-৭২৭৮১১ (প্রধান শিক্ষক)
ই-মেইলঃ pkbhighschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস