কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
এক নজরে নবাবগঞ্জ
নবাবগঞ্জ উপজেলার পটভূমিঃ নবাবগঞ্জ উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। নবাবগঞ্জের নামকরণ বিষয়ে প্রচলিত একটি জনশ্রুতি আছে যে, নবাবী আমলে মুর্শীদাবাদ থেকে নৌপথে ঢাকা যাতায়াতকালে নবাব ও তাদের অধিনস্থ কর্মচারী এবং সৈন্যসীমান্ত ইছামতি নদী তীরবর্তী এ অঞ্চলে তাবু ফেলে বিশ্রাম নিত। এক পর্যায়ে নবাবের কর্মচারী খাজনা আদায়ের জন্য এ এলাকা বসবাস করা শুরু করে। ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকে এবং শহর গড়ে ওঠে । এভাবে নবাবী আমল থেকে এলাকাটি নবাবগঞ্জ নামে পরিচিতি পায়।
সংস্কৃতিঃ সাংস্কৃতিক অঙ্গনে নবাবগঞ্জের জয়যাত্রা উল্লেখ করার মত। বাংলাদেশের বিখ্যাত দি লায়ন সার্কাসের পিতৃভূমি নবাবগঞ্জ। কবিগান, বিচারগান, জারিগান, সারিগান, সাপখেলা প্রদর্শন, নৌকা বাইচ এবং নাটক সারা বছর এখানকার মানুষকে বিনোদন দিয়ে থাকে।
ঐতিত্যঃ মহাকবি কায়কোবাদের জন্মস্থান নবাবগঞ্জ এক ঐতিহ্যবাহী উপজেলা । এখানে যুগযুগ ধরে ভ্রাতৃবন্ধনে বসবাস করে আসছে। মুসলমান , হিন্দু ও খ্রীস্টান সম্প্রদায় । এখানে বিভিন্ন ধর্মের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারই স্বাক্ষর বহন করে। নতুন বান্দুরার মোঘল আমলে ভাঙ্গা মসজিদ, হাসনাবাদ গ্রামে ১৭৭৬ সালে নির্মিত প্রাচীন র্গীজা, কলাকোপা ইউনিয়নের খেলারাম দাদার বাড়ী । কাশিমপুরে নবাবী আমলে নির্মিত প্রাচীন মসজিদ এবং যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল শিবমন্দিরের মঠ উল্লেখযোগ্য।
জমির শ্রেণী বিন্যাস ও অন্যান পরিসংখ্যানঃ- (খ) তহশিলের সংখ্যা : ০৫টি যথা-
(১) নবাবগঞ্জ সদর (কলাকোপা, বক্সনগর, বাহ্রা,ও যন্ত্রাইল ইউনিয়ন (২) চুড়াইন( চুড়াইন,গালিমপুর ও আগলা ইউনিয়ন) (৩) নয়নশ্রী( নয়নশ্রী, ও বান্দুরা ইউনিয়ন) (৪) পাড়াগ্রাম( কৈলাইলও শোল্লা ইউনিয়ন) (৫) জয়কৃষ্ণপুর( জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়ন।
(গ) মৌজার সংখ্যা : এস, এ১৭৮টি আর এস ১৭৪টি। (ঘ) গ্রামের সংখ্যা : ৩০৫ টি। (ঙ) হোল্ডিং সংখ্যা : ১,২৩,৪৫০টি। (চ) খতিয়ান সংখ্যা : ৫৬,৬৮১টি। (ছ) মোট জমির পরিমান : ৫৮,২৮৪.০২ একর। (জ) মোট কৃষি জমির পরিমা : ৫৪,০৫৫.৯৫ একর। (ঝ) বাণিজ্যিক জমির পরিমান : ২৬.০২ একর। (ঞ) আবাসিক জমির পরিমান : ১,১৯৪.২০ একর। (ট) ভূমি উন্নয়ণ কর আদায়যোগ্য জমির পরিমান: ৫৫,৩৩০.০৪ একর।
ভূমি উন্নয়ণ করের দাবী আদায় বিবরণী (২০১৪-২০১৫)
সায়রাত মহালের বিবরণী: হাট/বাজারের সংখ্যা : ৩১টি (১৪২৩ বাংলা সনের ইজারাকৃত ৩০টি এবং খাস আদায়কৃত ১টি)। জলমহালের সংখ্যা : ৩৬টি। লঞ্চ ঘাটের সংখ্যা : নাই। খেয়াঘাটের সংখ্যা : ১৯টি (১৪২৩ বাংলা সনের ইজারাকৃত ১৯টি এবং খাস আদায়কৃত ৬টি)। বালু মহালের সংখ্যা : নাই।
জলমহালের তথাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা শিক্ষ অফিসারের কার্যালয় নবাবগঞ্জ, ঢাকা।
এক নজরে ২০১৬ অর্থ বছরের কার্যক্রম
১। বই বিতরণ =১০০% সম্পন্ন হয়েছে। ২। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল এর কার্যক্রম সম্পন্ন। ৩।আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন । ৪। ১০০% ভর্তি কার্যক্রম সম্পন্ন। ৫। ৬টি বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের কাজ সম্পন্ন। ৬। শিক্ষকদের জাহীয়স্কেল এর কাজ সম্পন্ন। ৭। সমাপনী পরীক্ষার পাশের হার ৯৯%। ৮। ওয়াশব্লক এর কাজ সম্পন্ন। ৯। ১৩০টি বিদ্যালয়ের স্লিপ কার্যক্রম চলছে।
একটি বাড়ি একটি খামার প্রকল্প, নবাবগঞ্জ, ঢাকা
১। উপজেলায় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারীর সংখ্যাঃ (ক)উপজেলা সমম্বয়কারী (খ)ফিল্ডসুপারভাইজার-০২ (গ)কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী-০১জন (ঘ)মাঠ সহকারী : ১০(দশ)জন। বর্তমানে ৪টি পদ শূন্য আছে।
২। উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৪টি। ৩। প্রকল্পভুক্তিইউনিয়নের সংখ্যা ১৪ ৪। সমিতি গঠনের লক্ষমাত্রা:১২৬টি, গঠনঃ ১২২টিঃ (প্রতি ইউনিয়নে নির্বাচিত গ্রামঃ=৪৭৬। ৫। আয়বর্ধক মূলক প্রশিক্ষণ প্রাপ্ত সুফলাভোগীর সংখ্যা=৪৭৬জন।
৬। 0প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে সম্পদ হস্তান্তর কার্যাক্রমঃ
৭। সঞ্চয় জমা, কল্যাণ অনুদান এবং ঘূর্ণায়মান তহবিল বিতরণ।
৮। বিতরন ও আদায় :
৯। গ্রাম উন্নয়ন সমিতির সদস্য সংক্রান্ত তথ্যঃ
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস