নবাবগঞ্জ উপজেলা একটি প্রাচীন জনপদ। এখানকার ভাষা সাবলীল ও পরিচ্ছন্ন বাঙলা। কোন কোন শব্দে অহমিয়া প্রভাব পরিলক্ষিত হয়। এখানকার প্রাচীন মুসলিম জমিদার পরিবারে এখনও ফাসির্ভাষা ব্যবহার রয়েছে।
সংস্কৃতিঃ
বাংলাদেশর বিখ্যাত দি লায়ন সারকার্স পিতৃভূমি নবাবগঞ্জে। সংস্কৃতিক অঙ্গনে নবাবগঞ্জের জয়যাত্রা ঈষর্নীয়। কবিগান, বিচারগান, জারিগান, যাত্রা, সারিগান, সাপুড়েদের সাপখেলা প্রদশন, র্নৌকা বাইচ, নাটক সারা বছর মানুষকে বিনোদন দিয়েথাকে।
উপজেলার ঐতিহ্য
ঢাকার অদূরে এক ঐতিহ্যবাহী উপজেলা নবাবগঞ্জ। এখানে যুগযুগ ধরে ভ্রাতৃত্ববন্ধনে বসবাস করে আসছে মুসলমান, হিন্দু, খ্রিষ্টান। এখানে বিভিন্ন ধমের প্রাচীন ধমীয় প্রতিষ্ঠানগুলো তারই সাক্ষ্য বহন করে। নতুন বান্দুরার মুঘল আমলের ভাঙ্গা মসজিদ, হাসনাবাদ গ্রামে ১৭৭৬ সালে নিমিত প্রাচীন গীজা, কলাকোপা গ্রামের খেলারাম দাতার বাড়ী, কাশিমপুরে নবাবীআমলের নিমিতপ্রাচীন মসজিদ, যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুলের শিবমন্দির/মঠ। অধিকন্তু,মহাকবি কায়কোবাদের জন্মস্থান এ উপজেলার আগলাইউনিয়নে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS