Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
খেলারাম দাতার বাড়ী
Location
স্থানঃ কলাকোপা, নবাবগঞ্জ
Transportation
বাস, টেক্সি, রিক্সা
Details

দর্শনার্থীদের আকৃষ্ট করার এক অনন্য নিদর্শন খেলারাম দাতার আন্ধার কোঠা। এই কোঠা সম্পর্কে প্রচলিত রয়েছে অনেক গল্প ও পৌরাণিক কাহিনী। প্রবীণ খেলারাম নামে এক ব্যক্তি ৫০০ শত বছর আগে ভারতের উড়িষ্যার থেকে এসে এ অঞ্চলে বসবার শুরু করেন। তিনি পার্শ্ববর্তী পতিত জমি ও বনভূমি পরিষ্কার করেন এবং স্থানীয় নিম্নবিত্ত ও তার সাথে আগত আত্মীয়দের মাঝে তা বন্টন করেন। তিনি তৈরী করেন এক দূর্গ যা খেলারাম দাতার কোঠা এবং খনন করে একটি দীঘি যা খেলারাম দাতার দীঘি নামে পরিচিত।