নাম | কিভাবে যাওয়া যায় |
ভাঙ্গা মসজিদ মোগল আমলের শাহী মসজিদ যা ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। মসজিদটি ইছামতি নদীর পূব বাঁকে বান্দুরায় অবস্থিত। | বাস, টেক্সি, রিক্সা |
উপজেলা সদর থেকে মাত্র ৭ কি.মি. দূরে নতুন বান্দুরা শাহী মসজিদ তথা ভাঙ্গা মসজিদের অবস্থান। প্রায় ৫০ শতাংশ জমির উপর তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটি অবস্থিত। স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় যে, মসজিদটি গায়েবী মসজিদ যার মূল ভবনটি মাটির নিচ থেকে উঠেছে। জানা যায় মসজিদটি প্রায় ৪০০ বছর পূর্বে সম্রাট জাহাঙ্গীর এর আমলে আনুমানিক ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি নির্মাণ করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS