বাংলাদেশের যে কয়টি স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রথম বসবাস শুরু হয় তারমধ্যে নবাবগঞ্জ উপজেলার বান্ধুরা, হাসানাবাদ, গোল্লা, বক্সনগর, বালিডিগর ও তুইলতা অন্যতম। ইতিহাস থেকে জানা যায় পর্তুগীজ ধর্মযাজকগণ এখানে এসে ধর্ম প্রচার করেন। ইছামতী নদীর তীরে অবস্থিত হাসানাবাদের জপমালা রানীর গীর্জা তারই এক সাক্ষী। এটি ১৭৭৭ সাথে স্থাপিত হয়। উপর্যুক্ত ব্যবস্থাপনা পেলে গির্জাটি বাংলাদেশের একটি ধর্মীয় নিদর্শন হিসেবে পর্যটকদের আকৃষ্ট করতে পারে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS